Author: @mana

  • সূর্যোদয়ের ক্ষণ

    ঝড়কে তুমি রঙিয়েছিলে চোখ,
    তাইতো আজও সাহস আছে বুকে,
    চলার পথে আসুক যতই বাধা,
    জেতার খুশি ঝলকাবে ঠিক মুখে!
    ধৈর্য জানি জীবন গড়ার মন্ত্র,
    তবুও মাঝে তারই বড় অভাব,
    পৌঁছবে যেই বন্ধুর পথ ভেঙে,
    প্রথম ঊষায় ধুয়েই যাবে সব।

    নিজের সাথে যুদ্ধ যখন, সহায় শুধুই নিজে,
    কঠিন জেনো সে পথ আরো, লড়াই সকাল সাঁঝে,
    উথাল সাগর, নাবিক তখন অপেক্ষাতেই রয়,
    পাল নামিয়ে মাঝ সাগরে তলিয়ে যাওয়ার ভয়।

    তবু শেষে হাজির হবেই সূর্যোদয়ের ক্ষণ,
    আবার নাবিক তুলবে যে পাল, করবে জীবনপণ।
    সত্য জেনো এসব কিছুই, বেঁচে থাকার কারণ,
    কান্না হাসি, দুঃখ সুখের নাগরদোলায় জীবন।

  • নিভৃতি

    নিভৃত প্রাণের সুপ্ত আকাঙ্ক্ষারা
    স্বপ্ন ডানায় উড়ান দিলো আজি,
    ঊষর দিনের একটুকু মরুদ্যান,
    কলম ছোঁয়ায় জীবন পেতে রাজি।
    তুমিও দেখো দূরের পানে চেয়ে,
    শুকতারা ঘেঁষে জ্বলছি নিরন্তর,
    ছায়াপথ ধরে হেঁটে যাবো ঠিক জেনো,
    মিশে যাবো সেথা, রইবে না অন্তর।