নিভৃত প্রাণের সুপ্ত আকাঙ্ক্ষারা
স্বপ্ন ডানায় উড়ান দিলো আজি,
ঊষর দিনের একটুকু মরুদ্যান,
কলম ছোঁয়ায় জীবন পেতে রাজি।
তুমিও দেখো দূরের পানে চেয়ে,
শুকতারা ঘেঁষে জ্বলছি নিরন্তর,
ছায়াপথ ধরে হেঁটে যাবো ঠিক জেনো,
মিশে যাবো সেথা, রইবে না অন্তর।

নিভৃত প্রাণের সুপ্ত আকাঙ্ক্ষারা
স্বপ্ন ডানায় উড়ান দিলো আজি,
ঊষর দিনের একটুকু মরুদ্যান,
কলম ছোঁয়ায় জীবন পেতে রাজি।
তুমিও দেখো দূরের পানে চেয়ে,
শুকতারা ঘেঁষে জ্বলছি নিরন্তর,
ছায়াপথ ধরে হেঁটে যাবো ঠিক জেনো,
মিশে যাবো সেথা, রইবে না অন্তর।
Leave a Reply